বাংলাদেশ

করোনাভাইরাস: শনাক্তের হার ৪ শতাংশ ছুঁইছুঁই

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২২ , ৭:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। শনাক্তের হার বেড়ে ৩ দশমিক ৯১ শতাংশ হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশে। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩।

মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী । তাদের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

আরও খবর

Sponsered content

Powered by