দেশজুড়ে

করোনার মধ্যেও উন্নয়নে তৎপর নরসিংদীর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ৮:২৬:৪৫ প্রিন্ট সংস্করণ

মো. সাইফুল ইসলাম, নরসিংদী : সরকারের সিদ্ধান্ত ও নির্দেশনায় দেশের প্রধান প্রধান সড়ক সমূহ গুরুত্বপূর্ণ ব্রিজ, কালর্ভাট নিমার্ণ, রক্ষনাবেক্ষন ও উন্নয়ন মাঠ পর্যায়ে বাস্তবায়নের সবচেয়ে বড় দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীদের হাতে। এ অধিদপ্তর দেশের একটি সুষম, টেকসই ও নিরাপদ সড়ক নেটওয়ার্ক নিমার্ণের লক্ষে কাজ করছে। বৈশিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। কিন্তু এর মাঝে ও মৃত্যুর ভয় দূর করে জাতীয় আঞ্চলিক ও নরসিংদীর জেলার প্রধান প্রধান সড়ক নেটওয়ার্ক রক্ষনাবেক্ষন উন্নয়নে গুরত্বপূর্ণ ভুমিকা রাখছেন নরসিংদীর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার। ভাইরাসের শুরু থেকে এখন অবধি এসব উন্নয়নে নিয়মিত রুটিং মাফিক কাজ করছেন এ কর্মকর্তা। পাশাপাশি কাজ করছেন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম, যন্ত্রপাতি জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট হাড়ে ভাড়া প্রদান, সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ ও নিমার্ণ সামগ্রী নির্ধারিত ফি এর মাধ্যমে সড়ক গবেষণাগারে পরীক্ষা করা অন্যতম। অফিস সূত্রে জানান যায়, সড়ক ও জনপদ বিভাগ নরসিংদীর ১৬ তম নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার ২৪ তম বিসিএসের সদস্য। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে নরসিংদীতে কর্মরত রয়েছেন। নরসিংদীতে যোগদানের পর থেকেই সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষনাবেক্ষন বাস্তবায়নে তার কর্মদক্ষতা প্রশংসনীয়। চাকরী জীবনে তিনি, সড়ক ও জনপদ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তর, উপ-বিভাগীয় প্রকৌশলী পদে টাঙ্গাইল , নায়াণগঞ্জের ভিটি কান্দী সড়ক ভবন, বনানী সড়ক ভবনে চাকরী করেছেন। পরর্বতীতে ২০১৪ সালে পদোন্নাতি পেয়ে ঠাকুরগাঁ, পাবনা ও কুমিল্লা জেলার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এখানে যোগদানের পর থেকেই নিজেকে প্রজাতন্ত্রের একজন সেবক ভেবে অর্পিত দায়িত্ব পালন করে চলেছি মাত্র। শিক্ষা জীবনে তিনি, ঢাকা আইডিয়াল স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি ও ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন।

আরও খবর

Sponsered content

Powered by