বাংলাদেশ

৯ দফা পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২১ , ৫:০৭:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন, নটর ডেম কলেজছাত্র নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি ও বাসে হাফপাস কার্যকর করার দাবিতে রোববারও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

এদিন বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সিটি কলেজের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন তারা।

এরপর দুপুরে শিক্ষার্থীরা ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা বিভিন্ন যানবাহন চালকের লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করেন। এ সময় মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

পরে বেলা পৌনে ৩টার দিকে ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত’ আন্দোলন চালানোর ঘোষণা দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা সেখানে ৯ দফা দাবিতে স্লোগান দেন। রাস্তায় বিভিন্ন গাড়ির চালকদের লাইসেন্সও পরীক্ষা করতে দেখা যায় তাদের।

এদিকে দুপুর ১টার পর রাজধানীর শান্তিনগর মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। তারা শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত সড়কে মিছিল করেন তারা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন।

আরও খবর

Sponsered content

Powered by