বাংলাদেশ

করোনায় সশস্ত্র বাহিনী পরিবারের ৭৮ জনের মৃত্যু

  প্রতিনিধি ১২ জুলাই ২০২০ , ৫:১০:২৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী পরিবারের ৭৮ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন চার হাজার ৬৭৫ জন। আজ রোববার (১২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত বা অবসরপ্রাপ্ত ছয় হাজার ২০৫ জন সদস্য বা তাদের পরিবারের ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন চার হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৭৮ জন। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত দুই সেনা সদস্যসহ মারা গেছেন ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুসারে- দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ১২৯ জন। এদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৩০৫ জন। তবে সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন।

আরও খবর

Sponsered content