বরিশাল

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্কদের রায় কাল

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ২:১২:১১ প্রিন্ট সংস্করণ

বরগুনা সংবাদদাতা:

আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ শিশুর রায় আগামীকাল। মঙ্গলবার এ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক চৌদ্দ (১৪) শিশুর রায় ঘোষণা করবেন শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান
অপ্রাপ্তবয়স্ক শিশুদের মধ্যে মামলায় জামিনে থাকা আট শিশু চন্দন সরকার, নাযমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, মারুফ বিল্লাহ্, রাতুল সিকদার, আরিয়ান হোসেন শ্রাবন ও বরগুনা জেলা কারাগারে থাকা বাকি ছয় শিশু রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ রায়হান, ওয়ালিউল্লাহ্ ওলি, নাঈম ও তানভীর।

গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে পুলিশ।

করোনা মহামারির কারণে আদালত বন্ধ থাকার পরেও প্রাপ্তবয়স্কদের প্রথম রায়ের পরে এবার অপ্রাপ্তবয়স্ক ১৪ শিশুর দ্বিতীয় রায় আগামিকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘোষণা হতে যাচ্ছে।

উল্লেখ্য, শাহনেওয়াজ রিফাত শরীফকে গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে পুলিশের ক্রসফায়ারে নিহত নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রিফাত শরীফ নিজের পায়ে হেঁটে রিকশায় উঠে স্ত্রী মিন্নির সহযোগিতায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠায়। ওইদিনই বরিশাল শেবাচিম হাসপাতালে রিফাত শরীফ মারা যায়।

আরও খবর

Sponsered content

Powered by