চট্টগ্রাম

মাতারবাড়িতে ভিড়লো প্রথম জাহাজ

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২০ , ১২:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

প্রথমবারের মতো জাহাজ ভিড়েছে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দরে। পরে গভীর সাগর থেকে জাহাজটি চালিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ-কেন্দ্রের জন্য অস্থায়ীভাবে নির্মিত জেটিতে নিয়ে যান বন্দরের পাইলটরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় পানামার পতাকাবাহী জাহাজ ‘ভেনাস ট্রায়াম্প’ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে পৌঁছায়।

চট্টগ্রাম বন্দর সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সি-শোর মেরিন প্রাইভেট লিমিটেডের জাহাজটির দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেড (Ancient Steamship Company Limited) এবং স্টিভিডোর (Stividor) হিসেবে কাজ করবে গ্রিন এন্টারপ্রাইজ। গত ২২ ডিসেম্বর জাহাজটি ইন্দোনেশিয়ার পেলাভুবন সিলেগন বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

উল্লেখ্য, মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত জেটিতে জাহাজ ভেড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেহেতু মাতারবাড়ি পর্যন্ত চট্টগ্রাম বন্দর জলসীমা বিস্তৃত, তাই সেখানে জাহাজ ভিড়লে ‘পোর্ট অব কল’ (port of call) অর্থাৎ শেষ গন্তব্য হিসেবে ধরা হবে চট্টগ্রাম বন্দরকেই।

আরও খবর

Sponsered content

Powered by