বাংলাদেশ

করোনা থেকে সেরে ওঠলেন বাণিজ্যমন্ত্রী

  প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৮:৩১:২৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা থেকে সেরে ওঠেছেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাত্র দশ দিনে সুস্থ হয়ে আজ শনিবার হাসপাতাল ছেড়েছেন তিনি। আজ এভারকেয়ার হাসপাতাল থেকে (সাবেক এ্যাপোলো) মন্ত্রী ঢাকার নিজ বাসায় ফিরে যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন। গত ১৭ জুন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হন।

বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বলেন, চিকিৎসকরা তার দুইবার করোনা টেস্ট করেছেন। দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। বর্তমানে শরীরে কোনো সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন। তবে তাকে আরো দেড় সপ্তাহ বাসায় আইসোলেশনে থাকতে হবে বলে জানান তুহিন।

আরও খবর

Sponsered content