
সিরাজগঞ্জের কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল (উপরিভাগ) কেটে বিক্রির দায়ে ইমরুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ই জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার হাটশিরা গ্রামের সেকান্দার আকন্দের পুত্র ইমরুল হোসেনকে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩-এর ১৩ ধারায় তাকে অর্থদণ্ড করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান, তিনি জানান কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
অভিযানকালে সহযোগী ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর থানার ওসি (তদন্ত) আবু সাইদ, এসআই শফিউলসহ থানা পুলিশের অন্যান্য সদস্য এবং সেনাবাহিনী সদস্যবৃন্দ ।