প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২১ , ২:০৩:১০ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জিসি পাইলট স্কুল মাঠে কাশিয়ানী থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ (সদর সার্কেল) মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, সদর ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, মাহামুদপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, অধ্যক্ষ কে এম মাহমুদ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সাংবাদিক শহীদুল আলম মুন্না প্রমুখ।