দেশজুড়ে

কাহালুতে কৃষকের ভাগ্য নির্ধারণের উদ্বোধন 

  প্রতিনিধি ২০ মে ২০২০ , ৮:০৯:০২ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য বুধবার  কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে পৌরসভাসহ  ৮টি ইউনিয়নের অ্যাপ্সের মাধ্যমে ২ হাজার ৮১ জন কৃষকের ভাগ্য নির্ধারণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রশিদ, কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, কাহালু খাদ্য গুদাম কর্মকর্তা মাসুদ রানা, জামগ্রাম ইউ পি চেয়ারম্যান মো. আলমগীর আলম (কামাল), উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, তরিকুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ। 
 

আরও খবর

Sponsered content

Powered by