রাজশাহী

বাগাতিপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ৬:১০:৪৭ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

“উদ্ভাবনী জয়োল্লাস স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার জিমনেশিয়াম হল রুমের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। সেখানেই বেলুন উড়িয়ে ও ফিতা কাটার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। পরে ওই হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত ইউএনও সুরাইয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পোগ্রামার শফিকুর রহমান, কৃষি অফিসার হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীরমুক্তি যোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা প্রমুখ।
উল্লেখ্য মেলায় বিভিন্ন দপ্তরের ২০ টি স্টল লক্ষ করা যায়।

 

আরও খবর

Sponsered content

Powered by