বাংলাদেশ

রাষ্ট্রপতি ভোট ১৯ ফেব্রুয়ারি

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৪:৩৯:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে সাংবিধানিক এ সংস্থা।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় শুরু হওয়া পৌনে এক ঘণ্টার কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ১৪ ফেব্রুয়ারি।
ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি।

এদিকে, নিয়ম অনুযায়ী গত  মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বেলা দুইটায় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন সিইসি। এ সময় ইসি সচিব মো. জাহাংগীর উপস্থিত ছিলেন। ভোটে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সিইসি।

সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল। এর ৯০ থেকে ৬০ দিন আগে হলে ফেব্রুয়ারির ২৩ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে।সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা নিশ্চিত। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি।

আরও খবর

Sponsered content

Powered by