প্রতিনিধি ৩১ মে ২০২২ , ৭:৫৩:০৬ প্রিন্ট সংস্করণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গতকাল বগুড়ার কাহালু উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান ফরিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, কাহালু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন প্রমুখ।