দেশজুড়ে

নকলায় ধান কাটা মাড়াইয়ের মাঠ দিবস অনুষ্ঠিত

  প্রতিনিধি ৭ মে ২০২০ , ৮:১৯:৩৪ প্রিন্ট সংস্করণ

নকলা প্রতিনিধি: নকলা উপজেলার বারমাইসা গ্রামে কৃষক শওকত আলী, ময়দান আলীর মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলা, শেরপুরের যান্ত্রিক উপায়ে কৃষির উৎপাদন বাড়ানো এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, স্থানীয় চেয়ারম্যান রেজাউল হক হীরা ইউপি সদস্য ছাইজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম মনির হাসান

উল্লেখ্য, নকলা উপজেলায় ধান কাটার এখন ভরা মৌসুম, এখানে মোট বোরে আবাদের জমির পরিমাণ ১৩হাজার ১২৫ হেক্টর জমি, হাইব্রীড হাজার ২৫ হেক্টর, উফসি ৫হাজার ৯৫ হেক্টর, স্থানীয় হেক্টর উপজেলায় চাল হিসেবে উৎপাদন হবে ৫৮১০০.৮৫ মেঃটন উপজেলা কৃষি কর্মকর্তা পরেশচন্দ্র দাস বলেন, উপজেলায় সবচেয়ে ভালো আবাদ হয়েছে যে সকল জাতের ধানের সেগুলো হলো কৃষিবিদ, তেজ গোল্ড, কৃষিবিদ, সুপার হাইব্রীড, আফতাব, ৭৭৭ পরিবেশ অনুকূলে থাকলে সবচেয়ে ভালো ফলন হবে বলে আশা করছেন চাষীরা

উল্লেখ্য যোগ্য যন্ত্রপাতির মধ্যে এসিআই কোম্পানী লিঃ এর কম্বাইন হার্ভেস্টার, এই যন্ত্রটি একটু ভিন্ন রকমের ২৮ লাখ টাকা মুল্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলা সরবরাহ করেছে কৃষক পর্যায়ে ৫০% ছাড় মুল্যে ১৪ লাখ টাকায় বিতরণ করা হয় যন্ত্র একই সাথে ধান কাটা, মাড়াই ঝাড়াই এবং বস্তা ভরে দিতে পারে কৃষক শুধু ক্ষেত থেকে বস্তা বাড়িতে নিয়ে আসে

আরও খবর

Sponsered content

Powered by