চট্টগ্রাম

সীতাকুণ্ডে কে.এস.আর.এম কারখানায় শ্রমিক নিহত

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২২ , ৯:২৭:১১ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রড তৈরী কারখানায় কাজ করার সময় মাহমুদুল ইসলাম(৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার জোড়আমতলস্থ রয়েল গেইট এলাকার কবির ষ্টীল রি-রোলিং(কে.এস.আর.এম) মিলস কারখানায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল ইসলাম জেলার বাঁশখালী থানার খাইতখালী এলাকার মোঃ খোরশেদ আলমের ছেলে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার এস.আই পাপেল রায়।
জানা যায়,উপজেলার কুমিরা ইউনিয়নে রয়েল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে অবস্থিত রড় তৈরী কারখানা কবির ষ্টীল রি-রোলিং মিলস্ নতুন ফ্যাক্টরীর আর.সি.সি ডালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত রড় তুলতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত হন ঔই শ্রমিক। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার সময় আহত শ্রমিকের মৃত্যু হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। রড তুলতে গিয়ে মাটি চাপায় আহত হয় এক শ্রমিক। এরপর উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যুবরণ করে। এ বিষয়ে সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।’

আরও খবর

Sponsered content

Powered by