
কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মামুন অর রশিদ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করে মামুন অর রশিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম, ঐতিহ্য রক্ষার আন্দোলনের লক্ষ্যে সাম্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশায় দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি। তিনি ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সফলতা কামনা করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসভীর উল ইসলাম (বিএনপি), মাহবুবুল আলম সালেহী (জামায়াত), আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন- চরমোনাই), আব্দুস সোবহান (জাতীয় পার্টি), সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গন অধিকার পরিষদ)।
জানা গেছে, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪শ ৩৪জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪শ জন।
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মামুন অর রশিদ এর প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।