খুলনা

কুষ্টিয়ায় আলোচিত এনআইডি জালিয়াতি মামলা এজাহারনামীয় দুজনসহ ৪ জন গ্রেফতার

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২০ , ৭:২৯:০৯ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে শতকোটি টাকার জমি হাতিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় এজাহারনামীয় আরো দুই আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে সিআইডি। গ্রেপ্তারকৃতরা হলেন, এজাহারভুক্ত আসামী খয়বার শেখ ও রঙ্গিলা খাতুন এবং তদন্তেনাম আসা হারুন-অর-রশিদ ও হুর আলী। এপর্যন্ত এই মামলায় পূর্বে ৭ জনসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তর্দন্তকারী কর্মকর্তা সিআইডির এস আই সুজিত কুমার ঘোষ জানান, সোমবার বিকেল ৪ টায় গ্রেপ্তারকৃত ৪ জন আদালতে নেয়া হলে এজাহার নামীয় খয়বার শেখ ও তদন্তে নাম আসা হারুন অর রশিদ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেনের খাস কামরায় দেয়া স্বীকারোক্তিতে আরও বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য দিয়েছেন, তবে তদর্ন্তের স্বার্থে এই মূহুর্তে বিস্তারিত বলা যাবে না বলেও জানালেন ওই সিআইডি কর্মকর্তা। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর কুষ্টিযা শহরের এনএস রোড এলাকার প্রায় শতকোটি টাকার সম্পদ জালিয়াতি করে একটি চক্র। ওই ঘটনায় কয়েকটি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। পরে ৭ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত এ এম এম ওয়াদুদ ১৮ জনের নাম উল্লখেসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন কুষ্টিয়া মডেল থানায়। ওই মামলায় গ্রেপ্তার হন কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহŸায়ক আশরাফুজ্জামান সুজনসহ ৭ জন। গ্রেফতারকৃতরা আদালতে দেয়া স্ববায়কক্তিতে বেশকিছু গুরুত্বপূর্ন ব্যক্তির প্রত্যক্ষ সংশ্লষ্টিতার কথা স্বীকার করেন। সে কারণে অধিকতর তদর্ন্তের স্বার্থে গত ১৬ সেপ্টেম্বর মামলাটির তর্দন্তভার সিআইডিতে ন্যাস্ত হয়।

আরও খবর

Sponsered content

Powered by