রাজশাহী

ধুনটে চারা গাছ বিতরণ

  প্রতিনিধি ৮ জুলাই ২০২০ , ৮:০২:৪৭ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারি সংস্থা ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের (ডিআইডিপি) উদ্যোগে ৪৭০টি দরিদ্র পরিবারের মাঝে কাঠ ও ফলদ চারা গাছ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ডিআইডিপি’র কালেরপাড়া সাব সেন্টার প্রাঙ্গনে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের (পিইপি) আওতায় এসব চারা গাছ বিতরণ করা হয়। চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোশফেকুর রহমান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডিআইডিপি’র জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক, সিনিয়র ডিজাইনার কামরুল হাসান, উপজেলা মাঠ সমন্বয়কারী দিলীপ কুমার, সহকারী মাঠ সমন্বয়কারী শাহনাজ পারভীন, ব্যবসায়ী হান্নান খান, সমাজসেবক আবু সাইদ, এমরান হোসেন ও এরশাদ হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

ভারতে ধরা পড়ল ওমিক্রন

স্বাস্থ্যখাতের দুর্নীতির দায় শুধু সরকারের নয়: নতুন ডিজি

সীতাকুণ্ডে ভেসে আসা মহিষ নিয়ে সংঘর্ষ, আহত ২

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রেসক্লাবে বঙ্গবন্ধু’র শাহাদৎ বার্ষিকী পালিত

Powered by