খুলনা

কুষ্টিয়ায় নারী ও শিশু অধিকার ফোরামের স্মারকলিপি প্রদান

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২০ , ৪:৪৩:৫৯ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি :

দেশব্যাপী নারী ও শিশুর উপর নির্যাতন ধর্ষনের প্রতিবাদ এবং ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে স্মারকলিপি প্রদান করেছে নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখা। রোববার দুপুর ১২ টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের নিকট এ স্মারকলিকি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামীম উল হাসান অপু, নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সহ-সভাপতি এ্যাড. হাফিজুর রহমান মনির, এ্যাড.শাতিল মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফা আক্তার রোজি খান প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয় দেশের বিভিন্নস্থানে সংঘটিত নারী ও শিশুর উপর নারকীয় পাশবিক বিভৎস নির্যাতন-সহিংসতা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে । এতে করে দেশে নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতা ভুগছে। জড়িতদের অবিলম্বে গ্রেফতার, অপরাধীদের দ্রæত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবী করা হয়।

 

 

আরও খবর

Sponsered content