প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৪:৪৭:০০ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে করোনা মহামারী ও বন্যায় ক্ষতি কাটাতে খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী সহায়তা প্রদান করেছে বেসরকারী সাহায্য সংস্থা এম জে এস কে এস। নেটজ বাংলাদেশ এর অর্থায়নে সুকাল প্রকল্পের আওতায় ৩ শতাধিক পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের চর ভুরুঙ্গামারীতে নতুনহাট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সহায়তা বিতরণ করেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল হক শাহিন শিকদার, চর ভুরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলম ব্যাপারী, নতুনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম ব্যাপারীসহ নেটজ বাংলাদেশ এর প্রতিনিধি অসীম কুমার রায়, এম জে এস কে এস এর ম্যানেজার মো. আব্দুল মান্নান।