দেশজুড়ে

কেন্দুয়ায় ওসি-ইউএনও সহ করোনাকে জয় করলেন ৬ জন

  প্রতিনিধি ২৭ মে ২০২০ , ৮:১৮:৪২ প্রিন্ট সংস্করণ

মজিবুর রহমান, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৭ জনের মধ্যে করোনার সাথে লড়াই করে জয় করেছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার,ওসি স্বাস্থ্যকর্মীসহ জন

জানা গেছে, বৈশ্বিক মহামারি কররোর প্রাদুর্ভাবে এপর্যন্ত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ৭০০ জনের নমুনা সংগ্রহ করেছেন পাঠানো হয়েছে এর মধ্যে প্রায় ৫০০ জনের ফল পাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ এসেছে আজ বুধবার (২৭ মে) পর্যন্ত আক্রান্ত ৪৭ জনের মধ্যে জন সুস্থ্য হয়েছেন বলে জানা গেছে

তারা হলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার আলইমরান রুহুল ইসলাম,কেন্দুয়া ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের আলী আহম্মদ, স্বাস্থ্যকর্মী শেফালী আক্তার,দলপা ইউনিয়নের খোকন,দুমদী গ্রামের রাজীব এছাড়া আক্রান্তদের মাঝে দুইজনকে উপজেলার বাইরে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তোতা মিয়াকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে কৃষি ব্যাংক কর্মকর্তা শেখ জামিলকে ময়মনসিংহের এস কে হাসপাতালে রেফার্ড করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তা ছাড়া অন্য রোগী হাসপাতালে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ উপমা সাহা জানান,এপর্যন্ত প্রায় ৭০০ জনের নমুনা পাঠানো হয়েছে আর ফল পেয়েছি ৫০০ জনের প্রায় এর মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে ৪৭ জনের তার মধ্যে জন সুস্থ্য হয়েছেন এছাড়া একজনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে আরেক জনকে ময়মনসিংহের এস কে হাসপাতালে রেফার্ড করা হয়েছে অন্যরা এখন পর্যন্ত ভাল আছেন

উপজেলা স্বাস্থ্য . কর্মকর্তা ডাঃ হাসিব আহসান জানান,কেন্দুয়ায় প্রথম আক্রান্ত হন খোকন মিয়া এরপর রাজিব স্বাস্থ্যকর্মী শেফালী আক্তারসহ অন্যরা গত ১১ মে ইউএনও স্যার ওসিসহ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল কেন্দুয়া উপজেলায় মোট আক্রান্ত ৪৭ জনের মধ্যে আজ বুধবার (২৭ মে) পর্যন্ত জন সুস্থ্য হয়েছেন ওসি রাশেদুজ্জামান ছাড়া সবাইকে ছাড়পত্র দেয়া হয়েছে তিনি এক/দুই দিনের মধ্যে ছাড়পত্র পাবেন

সুত্র জানায়, প্রশাসনের ওই দুই কর্মকর্তা আক্রান্ত হওয়ার আগে করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর পরিশ্রম করেছেন সাবানহ্যান্ড স্যানিটাইজার ব্যবহার,মানুষকে ঘরমুখী করা,মাস্ক ব্যবহার করা,বাজার নিয়ন্ত্রণসহ গণপরিবহন বন্ধ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অসহায় মানুষের ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিতে দিনরাত ছুটে বেড়িয়েছেন ইউএনও আলইমরান রুহুল ইসলাম রাশেদুজ্জামান নিজেররা আক্রান্ত হওয়ার পরও কেন্দুয়াবাসী তাদের সেবা থেকে বঞ্চিত হয়নি নিজ নিজ কোয়ার্টারে আইসোলেশনে থেকে দাপ্তরিক কাজ ছাড়াও অন্য আক্রান্তদের খোঁজখবর নেওয়াসহ করোনা প্রতিরোধ কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন তারা জানিয়েছেন হালকা কাশি হালকা গলাব্যথা ছাড়া তেমন কোনো উপসর্গ ছিল না তাদের করোনা পজিটিভ খবর শুনে তারা বিচিলিত হননি দৃঢ় মনোবল নিয়ে পরিবারকে বুঝিয়ে কোয়ার্টারের সবকিছু আলাদা করে আইসোলেশনে চলে যান তবে তাদের দুই কর্মকর্তার পরিবারের সদস্যরা সঙ্গে থাকায় কিছুটা চিন্তিত ছিলেন পরে তাদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় স্বস্থি পান তারা

স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ১২ দিন আইসোলেশনে থেকে পরপর দুবার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারকে ছাড়পত্র দেওয়া হয়েছে আর ওসি রাশেদুজ্জামানের দ্বিতীয় বার নেগেটিভ এসেছে আজ বুধবার তাই তার ছাড়পত্র পেতে এক/ দুই দিন সময় লাগবে সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা,ভিটামিন সি বি কমপ্লেক্স জাতীয় ওষুধ খাওয়া, পরিবারসহ স্বজন আর শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা আর ভালোবাসায় তারা করোনাকে জয় করেছেন সময় প্রোটিন ভিটামিন সি জাতীয় খাবার, গরম পানি, লংআদা দিয়ে চা এসব বেশি খেয়েছেন গরম পানি দিয়ে গোসল গরম পানির ভাঁপ নিয়েছেন দাপ্তরিক কাজ ছাড়াও লেখালেখি বই পড়ে সময় কেটেছে তাদের

উপজেলা নির্বাহী অফিসার আলইমরান রুহুল ইসলাম ওসি রাশেদুজ্জামান বলেন,করোনায় কোন প্রকার ভয় নেই মনোবল শক্ত করে স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনাকে জয় করা খুবই সহজ অতি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে যাবেন না স্বাস্থ্যবিধি সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি আহবান রাখেন করোনা জয়ী প্রশাসনের ওই দুই কর্মকর্তা

আরও খবর

Sponsered content

Powered by