ঢাকা

আশুলিয়ায় মাদকসহ রাজন মেম্বারের ভাই গ্রেফতার

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ৬:৪৯:৫৮ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় মাদকসহ রাজন মেম্বারের ভাই গ্রেফতার

ঢাকার আশুলিয়ার এক ইউপি সদস্যের ছোট ভাই ও তার সহযোগীকে মাদকসহ গ্রেপ্তার করেছেন আশুলিয়া থানা পুলিশ। তাদের কাছ থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়েছে। 

রোববার দুপুরে ঢাকার আদালতে পাঠান আশুলিয়া থানা পুলিশ। এর আগে শনিবার রাতে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করেন থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়া নরসিংপুর এলাকার আব্দুল বারেক ভূইয়ার ছেলে ও ইয়ারপুর ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য মো. জলিল উদ্দিন ভুইয়া রাজনের ছোট ভাই মো. রাকিব ভূইয়া (২৫), খুলনা জেলার দিঘলিয়া থানার সদরডাঙ্গা গ্রামের শাহিন সরদারের ছেলে মো.অনিক সরদার (২৩)

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য এনে এলাকায় তা বিক্রি করতেন তারা। ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছে থেকে তিনশত তিন পিস ইয়াবা ও পাঁচ পিস ফেন্সেডিল সহ গ্রেফতার করা হয়।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাদেরকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by