ময়মনসিংহ

কেন্দুয়ায় করোনায় আক্রান্ত হয়ে ভূমি অফিস সহকারীর মৃত্যু

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৮:৩১:৫৭ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কেন্দুয়া উপজেলার বালিজুড়া গ্রামের বাসিন্দা ও মদন উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সুত্র জানায়, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী মদন উপজেলা ভূমি অফিসে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। শারীরিক সমস্যা অনুভব হওয়ায় গত ২২ জুন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেম্পল (নমূনা) দিলে ২৭ জুন করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে হটাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসায় শারীরিক কিছুটা উন্নতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহে নেয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান। এদিকে তার মৃত্যুর পর নামাজের জানাযার জন্য এলাকায় মাইকিং করে ব্যাপক লোক সমাগমের আয়োজন করা হয়। বিষয়টি জেনে কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স ভোরে ছুটে যান বালিজুড়া গ্রামে। সাথে সাথে উপস্থিত হন ইউএনও মঈন উদ্দিন আহমেদ। পরে ইসলামী ফাউন্ডেশনের কর্মীদের দিয়ে শুক্রবার নির্ধারিত সময়ের এক ঘন্টা পূর্বে লাশের গোসল, নামাজে জানাযা ও দাফন সম্পন্ন করা হয়। কেন্দুয়া ইসলামী ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার আব্দুল কাইয়ুম মরহুমের নামাজে জানাযার ইমামতি করেন। এতে ইউএনও মঈন উদ্দিন আহমেদ, ওসি রাশেদুজ্জামানসহ ১২ মুসুল্লি অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, কেন্দুয়ায় এপর্যন্ত ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে সুস্থ্য হয়েছেন প্রায় ৫০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।

আরও খবর

Sponsered content

Powered by