ময়মনসিংহ

কেন্দুয়ায় কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৭:২২:১৪ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় অন্যের লাইসেন্স ব্যবহার করে ত্রানের কালভার্ট নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিন্মমানের উপকরণ সামগ্রী দিয়ে ইচ্ছামত ঢালাই প্রক্রিয়া সমাপ্ত করেছেন টিকাদার এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এঘটনায় ইউএনও মঈন উদ্দিন খন্দকার উপজেলা প্রকৌশলী জাকির হাসানকে আহবায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। সুত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে অবকাঠামো ও রক্ষনাবেক্ষনের জন্য উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা সকালের বাজার হতে বিকালে বাজার রাস্তার ভীন্নাখালী খালের ওপর নির্মানাধীন কালভার্টটি কাজ প্রায় শেষের পথে। নেত্রকোণার মাস্টার ট্রের্ডাস নামে লাইসেন্স ব্যবহার করে ওই কালভার্টের কাজ করছেন কেন্দুয়া পৌর শহরের চন্দ্রগাতি গ্রামের আব্দুল হাইউল ভূইঁয়া। এর প্রাক্কলিত ব্যয় প্রায় ১৬ লাখ টাকা। এলাকাবাসীর অভিযোগের বিষয়টি উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে জানালে এই তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটি দুই একদিনের মধ্যে সরজমিনে পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। স্থানীয় ইউসুফ আলী ও মদন মিয়া জানান, কাজে অনিয়মের কথা টিকাদারকে বলা হলে তিনি আরো আমাদেরকে ধমক দিয়ে বলেন এই ব্যাপারে আপনেরা কি জানেন? কাজ ভাল হচ্ছে না খারাপ হচ্ছে এটা ইঞ্জিনিয়ার দেখবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে আলম মো. জাহাঙ্গীর চৌধুরী বলেন, নিয়ম না মেনে কাজ করায় কালভার্টটির এই দশা ঘটেছে। এব্যাপারে ঠিকাদার আব্দুল হাইউল ভূইঁয়া দাবী করে বলেন, প্রাক্কলনে যা ধরা আছে তার চেয়ে বেশি কাজ করেছি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন খন্দকার জানান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার আবেদনে অনিয়মের অভিযোগ কালভার্টটির মান যাচাইয়ের জন্যে উপজেলা প্রকৌশলীকে আহবায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করে দেয়া হয়েছে। তদন্ত কমিটি দেখি কি সিদ্ধান্ত দেয়। তাদের মতামতের পর ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content