দেশজুড়ে

পীরগাছায় পুকুর খুঁড়তেই মিলল ২০০ বছর আগের হাতির কঙ্কাল

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৪৫:৫০ প্রিন্ট সংস্করণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের বুড়ার দিঘি খননকালে প্রায় ২শত বছরের বেশি পুরনো একটি হাতির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শ্রমিকরা পুকুর খনন করে মাটি তোলার সময় পুরানো হাতির কঙ্কালগুলি উদ্ধার করা হয়।

পুকুরের মালিক আব্দুর রহমান জানান, দুইশত বছর আগেও এটি পুকুর ছিলো। কালের বিবর্তনে পুকুরটি ভরাট হয়ে যায়। গত এক মাস ধরে আবারো পুকুরটি খনন কাজ শুর করা হয়। শুক্রবার পুকুরের উত্তর প্রান্তে প্রথমে শ্রমিকরা মাটি কর্তনের কাজ করার সময় একটা শক্ত বস্তুর সন্ধান পায়। পরে সর্তকতার সাথে খনন করে কিছু কঙ্কাল দেখা যায়। এ সময় একে একে আরো বড় বড় কঙ্কাল উদ্ধার করা হয়। সম্পূর্ণ কঙ্কালগুলি একটি হাতির। কঙ্কালগুলির মধ্যে হাত, চোয়াল, পাজরের হাড় ও সম্পূর্ণ শুরটি স্পষ্ট দেখা যায়।

পুকুর পাড়ের বাসিন্দা ও হামিদের বড় ভাই আব্দুল আউয়াল(৬০) বলেন, দাদার কাছে শুনেছি প্রায় ২শত বছর আগে পুকুর পাড়ে জাম গাছের তলে জমিদার হাতি বেঁধে রখেছিলেন। এ সময় পাশে দিয়ে ট্রেন যাওয়ার সময় হর্ণ দেয়। শব্দ শুনে হাতি পুকুরে লাফ দেয়। পরে হাতিটি উঠাতে না পাড়ায় সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুকুরেই হাতিটি মাটি চাপা দিয়ে রাখা হয়। সেই সময় থেকে পুকুরটি বুড়ার দিঘি নামে এলাকায় পরিচিত। এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার মানুষ কঙ্কাল দেখতে ভিড় জমায়।

আরও খবর

Sponsered content

Powered by