চট্টগ্রাম

১২ হাজার মানুষ পেল শীতের চাদর

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৩ , ৬:০৬:১১ প্রিন্ট সংস্করণ

লক্ষীপুর প্রতিনিধিঃ

সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট। পর্যায়ক্রমে সর্বমোট ১২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রতিষ্ঠানটি। রবিবার সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ও কুশাখালী ইউনিয়নে শীত নিবারণে এক হাজার পিছিয়ে পড়া মানুষকে কম্বল ও চাদর দিয়েছেন তারা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ও শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার। এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টের সদস্য সচিব মোশাররফ হোসেন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শামছুদ্দিন সাজু, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার প্রমুখ।
ট্রাস্টের উদ্যোগে প্রত্যেক মানুষকে খাবারের প্যাকেট, চাদর ও কম্বল দেওয়া হয়।
উল্লেখ্য, অধ্যক্ষ এমএ সাত্তার ট্রাস্টের উদ্যোগে গেলো দুই সপ্তাহ থেকে প্রতিবন্ধী, শ্রমিক, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে।

আরও খবর

Sponsered content

Powered by