ময়মনসিংহ

কেন্দুয়ায় বন্যা দুর্গতদেও মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:৪১:০৮ প্রিন্ট সংস্করণ

মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়ায় বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণসমাগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নে মহুরিয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্ধিদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। এর আগে অসীম কুমার উকিল এমপি দুর্গত এলাকা ইঞ্জিন চালিত ট্রলার যোগে ঘুরে ঘুরে দেখেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম,ইউএনও মো.মইন উদ্দিন খন্দকার,উপজেলা আওয়ামীল লীগের সভাপতি এড.আব্দুল কাদির ভূইঁয়া,সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইঁয়া, মোজাফরপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম মো.জাহাঙ্গীর চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিচ্ছুজ্জামান,ওসি রাশেদুজ্জামান,পিআইও মেহেদী হাসান মৃধা,ইউপি চেয়ারম্যান,এসএম ইকবাল রুমী,আওয়ামীলীগ নেতা দিদারুল ইসলাম,কামরুল হাসান ভূইঁয়া,মাহমুদ চৌধুরী,এনামূল হক খান,তাপস ব্যানার্জী,এড.রফিকুল ইসলাম,হাজী লিটন,উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তাফিজউর রহমান বিপুলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল বলেন, করোনার ও বন্যার সম্মূখ যোদ্ধা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক দুর্যোগ করোনার প্রাদুর্ভাবে জনজীবন বিপজস্ত এরই মাঝে দেশের বেশ কয়েকটি জেরা বন্যায় কবলিত হয়েছে। এর প্রভাব পড়েছে আমাদের কেন্দুয়ায় কিছু এলাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ও বন্যার দুর্যোগ মোকাবিলা করে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ দুর্গতদের পাশে রয়েছেন। এবং থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় একটি মানুষ বিনা চিকিৎসায় ও না খেয়ে মারা যাবে না। সবার প্রতি সরকারের নির্দেশনাগুলি ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান রাখেন তিনি।

আরও খবর

Sponsered content

Powered by