ঢাকা

আসন্ন টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চেয়েছেন ৮ জন

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ৪:৫৮:২৩ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভ‚মি গর্বিত গোপালগঞ্জের ভিআইপি টুঙ্গিপাড়ার আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের টিকিট চান ৮ জন। ঘোষিত তফসীল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর এ পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। আওয়ামীলীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত প্রধানমন্ত্রীর জন্ম মাটির এ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের টিকিট পেতে ৮ জন মাঠে রয়েছেন।

এখানে বিএনপি, জামায়াত বা অন্য কোন রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর তৎপরতা নেই বললেই চলে। টুঙ্গিপাড়ায় আওয়ামীলীগ যাকে মনোনয়ন দেবেন তিনিই মেয়র নির্বাচিত হবেন। বুধবার আওয়ামীলীগের টিকিট পেতে ৮ জন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের কাছে আবেদন ও জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন টুঙ্গিপাড়া পৌরসভার বর্তমান মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ কামরুল হাসান টবা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, শেখ পরিবারের সদস্য শেখ জাহিন হোসেন বাবু।

গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান আমাদের প্রতিনিধিকে বলেন, দলীয় মনোনয়ন পেতে ৮ জন আবেদনপত্র ও বায়োডাটা জমা দিয়েছেন। আমরা ৮টিই গ্রহণ করেছি। এগুলো আমরা কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পাঠিয়েছি।

আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে যাকে চ‚ড়ান্ত করেবেন তিনিই আসন্ন পৌরস নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশ নিবেন।

আরও খবর

Sponsered content

Powered by