চট্টগ্রাম

কোটাবিরোধী আন্দোলনে চট্টগ্রামে ৩৩ মামলায় গ্রেফতার ৯৭৩

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৪ , ৭:৪১:৪২ প্রিন্ট সংস্করণ

কোটাবিরোধী আন্দোলনে চট্টগ্রামে ৩৩ মামলায় গ্রেফতার ৯৭৩

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম নগর ও জেলায় গত ১৫ দিনে ৩৩ মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল পর্যন্ত শিক্ষার্থীসহ ৯৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৪৬ জনকে। চট্টগ্রাম নগরে ৩৪ জন ও জেলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সোমবার (২৯ জুলাই) রাতে কোতোয়ালি ও পাহাড়তলী থানায় নতুন করে আরও দুটি মামলা হয়েছে। এই নিয়ে নগরীতে মামলার সংখ্যা দাঁড়াল ২২টিতে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘এখন পর্যন্ত নগরীতে কোটা আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ঘটনায় ২২টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জনসহ মোট ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।’

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুরের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ১২ জনসহ মোট ৪০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।’

আরও খবর

Sponsered content