খেলাধুলা

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল সময়সূচি

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৪ , ৩:১০:১৮ প্রিন্ট সংস্করণ

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল সময়সূচি

আজ বুধবার (০৩ জুলাই, ২০২৪) সকালে ব্রাজিল-কলম্বিয়া ও কোস্টারিকা-প্যারাগুয়ের ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো কোপা আমেরিকার এবারের আসরের গ্রুপপর্বের খেলা। চারটি গ্রুপ থেকে আটটি দল জায়গা করে নিয়েছে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে। দলগুলো হলো- আর্জেন্টিনা, কানাডা, ভেনেজুয়েলা, ইকুয়েডর, উরুগুয়ে, পানামা, কলম্বিয়া ও ব্রাজিল।

শুক্রবার সকাল থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল তথা সেমিফাইনালে যাওয়ার লড়াই। তার আগে চলুন দেখে নিই কোপা আমেরিকার ৪৮তম আসরের শেষ আটের সময়সূচি—

কোয়ার্টার ফাইনালের সময়সূচি:

তারিখমুখোমুখিসময় (বাংলাদেশ)
৫ জুলাইআর্জেন্টিনা-ইকুয়েডরসকাল ৭টা
৬ জুলাইভেনেজুয়েলা-কানাডাসকাল ৭টা
৭ জুলাইকলম্বিয়া-পানামাভোর ৪টা
৭ জুলাইউরুগুয়ে-ব্রাজিলসকাল ৭টা

কোয়ার্টার ফাইনাল শেষে আগামী ১০ জুলাই সকাল থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। ১১ জুলাই হবে দ্বিতীয় সেমিফাইনাল। আর ১৪ জুলাই সকালে হবে ফাইনালে। এরপর পর্দা নামবে কোপা আমেরিকার এবারের আসরের।

আরও খবর

Sponsered content