খেলাধুলা

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ!

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২১ , ৩:৫২:৪৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

২০১৭ সালের পর আবারও বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তবে টেস্ট নয়, টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে আসছে জাস্টিন ল্যাঙ্গারের দল।  

চলতি বছর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডেরও। কিন্তু সেই সিরিজও হচ্ছে না। সে ক্ষেত্রে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। তিন বোর্ডের সম্মতিক্রমে শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে বলে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র। পরে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

চলতি বছর অক্টোবরে শুরু হবার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই সেপ্টেম্বরে তিন জাতি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। গত বছর এপ্রিলে টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনা কারণে তা সম্ভব হয়নি। ত্রিদেশীয় সিরিজ খেললে বাংলাদেশের সঙ্গে পূর্বনির্ধারিত টেস্ট সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া।

আরও খবর

Sponsered content

Powered by