বাংলাদেশ

খালেদার নাইকো মামলায় চার্জশুনানি ৩০ জানুয়ারি

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৩ , ৫:৩৩:৫৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে আলোচিত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আংশিক শুনানি হয়েছে। তবে চার্জশুনানি শেষ না হওয়ায় আগামী ৩০ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে চার্জশুনানির আংশিক শুনানি হয়। তবে শেষ না হওয়ায় আগামী ৩০ জানুয়ারি চার্জশুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত। খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

আরও খবর

Sponsered content