দেশজুড়ে

গঙ্গাচড়ায় ত্রাণ বিতরণ অব্যাহত

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২০ , ৭:৩১:১৪ প্রিন্ট সংস্করণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা তীরবর্তী ৭টি ইউনিয়নের বন্যা কবলিত লোকজনের মাঝে গত মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৪শত ৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যা কবলিত লোকজনের মাঝে বিতরণের জন্য বরাদ্দ পাওয়া ৭৬ মেট্রিক টন চাল উপজেলা প্রশাসন বন্যা কবলিত সংশ্লিষ্ট ইউনিয়নে বন্টন করে দিয়েছে। এসব চাল বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিস্তা নদীর কয়েক দফা বন্যায় উপজেলার তিস্তা তীরবর্তী ৭ ইউনিয়নের প্রায় ১৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী লোকজনকে সহায়তার জন্য নোহালী ইউনিয়নে ২শ প্যাকেট শুকনো খাবার, ২০ মেট্রিকটন চাল, আলমবিদিতরে ৪ মেট্রিকটন চাল, কোলকোন্দে ২০ মেট্রিক টন চাল, ৩শ প্যাকেট শুকনো খাবার, গঙ্গাচড়ায় ৪ মেট্রিকটন চাল, লক্ষীটারীতে ২০ মেট্রিক টন চাল, ৫শ ৫০ প্যাকেট শুকনো খাবার, গজঘন্টায় ২শ প্যাকেট শুকনো খাবার, ৪ মেট্রিক টন চাল ও মর্ণেয়া ইউনিয়নে ৪ মেট্রিক টন চাল দেয়া হয়।

আরও খবর

Sponsered content

Powered by