প্রতিনিধি ১০ অক্টোবর ২০২০ , ৪:৪৪:২৮ প্রিন্ট সংস্করণ
রংপুরের গঙ্গাচড়ায় নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে মানববন্ধন হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন), বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর যৌথ আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বিকশিত নারী নেটওয়ার্ক প্রতিনিধি নিলুফা বেগম, সমাজ সেবক আব্দুল হালিম, সুজনের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম ইমন, ইয়ুথ লিডার আসাদুজ্জামান বাপ্পী প্রমুখ। কি-নোট উপস্থাপন করেন হাঙ্গার প্রজেক্ট উপজেলা সমন্বয়কারী শামসুদ্দীন।