দেশজুড়ে

ডোমার পৌরসভায় জিআর প্রকল্পের চাল বিতরণ

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২০ , ৮:২৯:১৬ প্রিন্ট সংস্করণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি  : নীলফামারীর ডোমারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উপজেলার সকল  হাট-বাজার, দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ । প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জিআর প্রকল্পের বরাদ্দকৃত ৪ মেট্রিক টন চাল ৪ শতাধিক  অসহায়, দুস্থ, কর্মহীন ও নি¤œ মধ্যবিত্ত  মানুষের মাঝে  বিতরণ করেন পৌর প্রশাসন। 
বৃহস্পতিবার বিকালে পৌর মেয়রের চাতালে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল ও সাবান বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু । এ সময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসাবে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লায়লা নওশীন,  ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মানিকসহ সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। পৌরসভার ৯টি ওয়ার্ড কাউন্সিলর ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মেয়রসহ তাদের তালিকা ভুক্ত ৪শত পরিবারের মাঝে মাথা পিছু ১০ কেজি করে চাউল ও ২টি করে সাবান বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by