বাংলাদেশ

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ার নির্দেশ

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৩ , ৩:৪৩:০১ প্রিন্ট সংস্করণ

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ার নির্দেশ

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গণতন্ত্রী পার্টির প্রার্থী আরশ আলী, দোলন ভৌমিকসহ ৭ প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির। আর ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী আশফাকুর রহমান।

এর আগে, গত ১২ ডিসেম্বর গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক এই দলের ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি। চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ‘গণতন্ত্রী পার্টি’র সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে কমিটির নাম দাখিল করেছে। এগুলো নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। সুতরাং গণতন্ত্রী পার্টির নামে রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই। পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন গণতন্ত্রী পার্টির প্রার্থীরা। 

আরও খবর

Sponsered content

Powered by