ঢাকা

গাজীপুরে গলা কেটে হত্যা, দম্পত্তি আটক

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৬:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বাসাভাড়া চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া দম্পত্তি বাড়ির মালিকের স্কুল পড়–য়া মেয়ে লিমু আক্তার লামিয়াকে(১০) গলা কেটে হত্যার পর মরদেহ খালে ফেলে দিয়েছে। এঘটনায় ঘাতক দম্পত্তি সুমন মিয়া(২৭) ও তার স্ত্রী মিলি বেগমকে পুলিশ আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত লিমু আক্তার লামিয়া কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশের হাতে আটক দম্পতি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া(২৭) ও তার স্ত্রী মিলি বেগম(২০)। পুলিশ জানায়, ৩ মাস আগে সুমন মিয়া ও মিলি বেগম দম্পতি সাহেব আলীর বাড়িতে বাসাভাড়া নিয়ে থাকতে শুরু করে। কয়েকদিন আগে বকেয়া বাসাভাড়া ৫হাজার টাকা চাওয়ায় ওই দম্পতির সঙ্গে বাড়ির মালিক সাহেব আলীর সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মিলি বেগম মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লিমু আক্তার লামিয়াকে গলা কেটে হত্যার পর মরদেহটি পাশেই একটি খালে ফেলে দেয়। স্থানিয়রা জানায়, লিমু আক্তার লামিয়াকে পরিবারের লোকজন খুঁজে না পেয়ে থানায় বিষয়টি জানায়। খোঁজাখুঁজির সময় সুমন মিয়া পানির নীচে লামিয়ার মরদেহের উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরামর্শ দেন। এসময় সুমন মিয়ার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে লিমু আক্তার লামিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক সুমন ও তার স্ত্রীকে আটক করা হলে তারা হত্যার বিষয়টি স্বীকার করে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by