ঢাকা

বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৪ , ৫:৫৯:৩২ প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে গাজীপুর সদর উপজেলায় গরীব দুঃস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ ) সদর উপজেলা পিরুজালী ইউনিয়নের সড়কঘাটা এলাকায় দিনব্যাপী আশা পিরুজালী স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যােগে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের আয়োজন করা হয়।

পিরুজালী অঞ্চলের আশা ব্র্যাঞ্চের এস বি এম সুধব বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরুজালী ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জালাল। বিশেষ অতিথি হিসেবে ভাওয়াল মির্জাপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. সেলিম মিয়ার।

পিরুজালী ইউপি সদস্য আলী আকবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা ও চিকিৎসা সেবা প্রদান করেন আশা পিরুজালী স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ শারমিন খানম।

ক্যাম্পে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা, শিশুদের চিকিৎসা করা এবং গর্ভবতী মায়েদের পরামর্শ ও চিকিৎসা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by