রাজশাহী

গাবতলীর দুই ইউনিয়নে বাজেট ঘোষণা

  প্রতিনিধি ২৭ মে ২০২১ , ৮:১৪:৫৩ প্রিন্ট সংস্করণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার গাবতলী নেপালতলী এবং রামেশ্বরপুর ইউনিয়নে বৃহস্পতিবার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নেপালতলী ইউনিয়নে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রওনক জাহান। ২০২১ ও ২০২২ সালের জন্য ২ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৭৩২ টাকার বাজেট ঘোষণা করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এস এম লতিফুলবারী মিন্টু। এসময় ইউপি সচিব আবু জাকারিয়া, ইউপি সদস্য মর্জিনা বেগম, নিলুফা ইয়াসমিন, সম্পা বেগম, তোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, শাখাওয়াত হোসেন লিটন, আতিকুর রহমান সবুজ, ইউনুছ উদ্দীন, আজিজুল হক জিন্নাহ, মহিদুল ইসলাম টুনু, সাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়নে ইউপি কার্যালয়ে ১ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ১৬৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. সেকেন্দার আলী। এসময় ইউপি সচিব বলবন রহমান, ইউপি সদস্য আব্দুল লতিফ লাটিম, ফেরদৌস আহম্মেদ, মানিক মিয়া, তরিকুল ইসলাম, শাজাহান আলী, আফজাল হোসেন, আপেল মাহমুদ, খোরশেদ আলম, আফরোজা বেগম, রামেশ্বরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রেজাউন-নবী-আলমগীর, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম মাষ্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content

Powered by