ঢাকা

গোপালগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ রাজা মিয়া বাটু আর নেই

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৩ , ১১:২৫:৩৯ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 
গোপালগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।।
আজ রোববার (২৩ এপ্রিল) বিকাল ৩.৪০ মিনিটে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৯০) বছর। তিনি স্ত্রী, ৮ সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গিয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র শেখ রকিব হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রবিউল আলম সিকদার, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান সুব্রত সাহা হিল্টু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব কে এম শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ সজু সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মহান আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। আমীন

আরও খবর

Sponsered content

Powered by