রংপুর

ডোমারে করোনায় মৃত কলেজ প্রভাষকের লাশ দাফন করলো পুলিশ

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ৪:৪৮:১৭ প্রিন্ট সংস্করণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত কলেজ প্রভাষক গোলাম মাওলা সাদিক ওরফে সাবু (৫২) লাশ পরিবারের কয়েকজন সদস্য নিয়ে দাফন করলো ডোমার থানা পুলিশের সদস্যরা। বুধবার রাতে উপজেলার চিলাহাটি বাজারে তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন সকাল সাতটার দিকে রংপুর করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন ।
করোনা আক্রান্ত ব্যক্তির লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর ওই এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও স্বাস্থ্য বিভাগের লোকজন এলাকাবাসীকে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানাজা ও দাফনের ব্যবস্থা করেন। পরিবারে কয়েকজন সদস্য জানাজা ও দাফন কাজে অংশ নেয়।

আরও খবর

Sponsered content

Powered by