প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ৭:৫০:৫২ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১ ডিসেম্বর) দুপুর ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
সহকারী কমিশনার রাসেল মুন্সীর সঞ্চালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ সহ উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।