ঢাকা

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২১ , ৭:২৪:৪৩ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ১১ ডিসেম্বর থেকে  ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে স্থানীয়  গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক ডা. সাকিবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট দীপক রঞ্জন সরকার, জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। জেলায় আগামী ১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৪,২৯৫ জন শিশুকে ১টি করে নীল রঙের (১লক্ষ আই.ইউ) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

১২ থেকে ৫৯ মাস (১–৫ বছর) বয়সী ১,৫৩,০৭১ জন শিশুকে ১টি করে লাল রঙের (২লক্ষ আই.ইউ) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে  ৪ দিনব্যাপী এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

আরও খবর

Sponsered content

Powered by