ঢাকা

গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন 

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৪ , ৮:১১:৪৯ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন 

গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মূলত ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশা বাহিত নানা রোগ নিরসনে এ কার্যক্রম। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৩ টায় গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারে মশক নিধন ওষুধ ফগার মেশিনে করে আবাসন ভবন, খেলাধুলার মাঠ সহ আশপাশের এলাকায় ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির। সরকারি- বেসরকারি স্থাপনা, বিভিন্ন স্কুল-কলেজ সহ পৌর এলাকার সকল এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। এ কার্যক্রম শুরুর পূর্বে শিশুসহ উপস্থিত সকলকে নিরাপদ রাখতে মুখে মাস্ক পড়ানো হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন- অর- রশীদ, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, ডা. আনিসুর রহমান, পৌর সচিব মো. রকিবুল ইসলাম, কনজারভেন্সি ইন্সপেক্টর ইমরান আলী মোল্লা, পৌর প্রশাসকের সিএ  লাভলু সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content