প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৯:১৫:১৫ প্রিন্ট সংস্করণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালন করা হয়েছে। কমিউনিটি পুলিশের মুল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানকে প্রতিপাদ্য করে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে (২৯ অক্টোবর) শনিবার সকাল ১১টায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর সভাপতিত্বে ও এসআই নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, সালমা আক্তার রুবী, মহিলা ভাইস চেয়ারম্যান গৌরীপুর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ব্যাবসায়ী, বিশিষ্ট ব্যাক্তি, সাংবাদিক ও গৌরীপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।