দেশজুড়ে

আগৈলঝাড়ায় ৩০ কেজির বস্তায় ৩ কেজি কম!

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৫:৪২:১৬ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি : খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে বিক্রির জন্য (ওএমএস) ১০ টাকা দরের চাল প্রতি বস্তায় ৩০ কেজি থাকার কথা, সেখানে রয়েছে ২৭ কেজি প্রতি বস্তায় তিন কেজি করে চাল কম থাকার অভিযোগ পাওয়াগেছে সোমবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ডিলারের বিরুদ্ধে চাল বিক্রয় বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বহী অফিসার( ইউএনও) চৌধুরী রওশর ইসলাম

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএসের) আওতায় হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে ৩০০ টাকায় ৩০ কেজি চাল দেওয়ার কথা উপজেলার রাজিহার ইউনিয়নের ৪১৮ জন হতদরিদ্রদের চাল দেবার কথা রয়েছে   প্রতি বস্তায় ৩  কেজি কম দেবার বিষয়টি জানাজানি হলে ট্যাগ অফিসার একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক ৪শত বস্তা চালের প্রতিবস্তায় কম পাওয়ায় চাল বিক্রয় বন্ধকরে দেয় উপজেলা নির্বহী অফিসারের নির্দেশে

এব্যাপারে রাজিহার ইউনিয়নের ডিলার স্বপন বাড়ৈ জানায়, আমাকে যখন চালের বস্তা দিয়েছে তখন আমি মেপে রাখি নাই আমাকে যেভাবে দিয়েছে আমি সেই ভাবে বিক্রয় করেছি

এব্যাপারে উপজেলা নির্বহী অফিসার( ইউএনও) চৌধুরী রওশর ইসলাম জানান, ওই ডিলারের যেসব চালের বস্তায় কম রয়েছে সেসব বস্তায় ৩০ কেজি পূর্ণ করে উপকারভোগীদের কাছে বিক্রি করতে ওই ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে

 

আরও খবর

Sponsered content

Powered by