
ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
গৌরীপুরের ৮নং ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকার মেসার্স তাসনিম ফিলিং স্টেশনের পশ্চিম পাশে, ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে এ ঘটনা টি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে আগত একটি সিএনজি গৌরীপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আনুমানিক ৬০/৬৫ বছর বয়সী এক বৃূদ্ধের মৃত্যু হয়।
এ সময় উভয় সিএনজির যাত্রীসহ অন্তত চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে আতঙ্ক সৃষ্টি হলেও যান চলাচল স্বাভাবিক ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দুটি সিএনজি রাস্তার পাশ থেকে সরিয়ে নেয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা।