চট্টগ্রাম

চট্টগ্রামের খুলশীতে বেওয়ারিশ লাশ উদ্ধার

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৪ , ৪:৪১:২৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের খুলশীতে বেওয়ারিশ লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন রেলওয়ে কলোনি থেকে বেওয়ারিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব বলেন, একটি মরদেহ পাওয়া গেছে। এখনও নাম পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্ট শনাক্তের জন্য পুলিশের ফরেনসিক টিম কাজ করছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুরে কারণ জানা যাবে।’
পরিচয় পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এলাকাবাসী জানান, ‘এখানে পাশেই রেললাইন রয়েছে। আর রেললাইনের অদূরে একটি ১৯ নম্বর পরিত্যক্ত ভবন রয়েছে। সেখানেই এই যুবকসহ কয়েকজন থাকতো। নেশা করে তারা রাতে রেললাইনে ঘুমায় আবার সকালে চলে যায়।

আরও খবর

Sponsered content