বাংলাদেশ

চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায়

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ১২:২৬:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২২ শতাংশ কম হয়েছে রাজস্ব আদায়। যদিও একই সময়ে রাজস্ব আহরণে গড় প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১১ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের রাজস্ব আহরণের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে আমদানি-রপ্তানি পর্যায়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৮০৬ কোটি ৫৩ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে ১৫ হাজার ৯৫৮ কোটি ৭১ লাখ টাকা। ঘাটতি রয়েছে ৫ হাজার ৮৪৭ কোটি ৮২ লাখ টাকা।

একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মূসক আদায়, লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার ৮৫ কোটি ৬৭ লাখ টাকা এবং আয়কর ও ভ্রমণ কর আদায় কমেছে ২ হাজার ৭৯০ কোটি ৫৭ লাখ টাকা। যদিও ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের তুলনায় সব খাতেই বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ।

আরও খবর

Sponsered content

Powered by