চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা গুলিবিদ্ধ

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩৭:৫১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা গুলিবিদ্ধ

চট্টগ্রামের রাউজানে পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮) নামে এক যুবককে গুলি করে ফেলে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। শনিবার বেলা ১১টায় রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির সংলগ্ন পুকুর পাড়ে এই গুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পিয়ার মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ পিয়ার পিয়ার মোহাম্মদ চৌধুরীর বাড়ির হাফেজ মাওলানা নুর মোহাম্মদের ছেলে। তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির পৌরহিত তপন চক্রবর্তী বলেন, মন্দিরের সামনের পুকুরে ঘাট তৈরির জন্য সরকারি বরাদ্দ এসেছে। সাব কন্ট্রাক্টর হিসেবে পিয়ার মোহাম্মদ কাজটি শুরু করার জন্য পুকুরের পানি সেচ দিচ্ছেন। সে কাজ দেখবাল করতে আসার পর দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে ছিলাম না।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থল থেকে ৫-৬ রাউন্ড খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শনাক্তকরণের কাজ চলছে বলেও দাবি তার। সিসি টিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content